ঢাকারবিবার , ১৯ মে ২০১৯

ঈশ্বরগঞ্জে বাড়িঘরে হামলা ভাংচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার-১

রতন ভৌমিক
মে ১৯, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের পর রোববার পুলিশ একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে উপজেলার রফিয়ার আলগী গ্রামের ওয়ারিশ উদ্দিনের ছেলে সিদ্দিক ওরফে ডাকাত সিদ্দিক (৪০) পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী নাছির উদ্দিনের বাড়িতে গত শনিবার (১৮ মে) লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় ওয়ারিশ উদ্দিনের ছেলে সিদ্দিক, নবী হোসেন, ও আব্দুস সামাদ গংরা সঙ্গবদ্ধ হয়ে মারপিট ও ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা নাসির উদ্দিনকে কুপিয়ে জখম করে ঘরে রক্ষিত নগদ টাকার স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় এবং খুন-জখমের হুমকি দেয়।

পরে নাসির উদ্দিন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ডাকাত সিদ্দিককে আটক করে গতকাল রবিবার কোর্টে চালান দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাওন চক্রবর্তী বিষয়টি সততা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com