ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মতি মিয়া (৫৫) নামে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রহমতগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মতি মিয়া কেন্দুয়া উপজেলার সাজিকুরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী কেন্দুয়া উপজেলার জাহাঙ্গীর আলম (২৫), নাজমুল হাসান (২৫) , মতি মিয়া (৫৫) ও ঈশ্বরগঞ্জের ইজমা (৩০), সানজিদা (২০) শওকত আলী (৩৫) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কেন্দুয়া উপজেলার সাজিকুরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র মতি মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com