ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ইজিবাইক উল্টে কলেজছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি
মে ২০, ২০১৯ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইজিবাইক উল্টে তোফায়েল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অলি হাসান নামে দুই বছরের এক শিশু। সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা থেকে কান্দিউড়া নিজ বাড়ি যাওয়ার পথে চন্দ্রগাতী মোড়ে ইজিবাইকটি উল্টে যায়।

তোফায়েলকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তোফায়েল কেন্দুয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে নেত্রকোনা শহরে ইজিবাইক চাপায় সাংবাদিক আনোয়ার হোসেন চৌধুরী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা জেলা শহরের আনন্দ বাজার মোড় থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com