ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কের পাশের একটি খাদ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় একটি খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম বাচ্চু কাজী। তার বাড়ি উপজেলার হাটুরিয়া গ্রামে। তিনি পেশায় কৃষক ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে হাটুরিয়া গ্রামের মক্কা-মদিনা রাইস মিল রাইস মিলের শ্রমিকরা মক্কা-মদিনা রাইস মিল ও গফরগাঁও-ভালুকা সড়কের মাঝে একটি গর্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত বাচ্চু কাজীর স্ত্রী সেলিনা বেগম বলেন, ‘ভোরে তার স্বামী কাজ করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।’
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ‘ওই ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ইমেইলঃ news.gouripurnews@gmail.com