ময়মনসিংহশুক্রবার , ১৭ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গলায় বাদাম আটকে শিশুর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
মে ১৭, ২০১৯ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গলায় বাদাম আটকে প্রীতি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার মরিচপুরা ইউনিয়নের গোজাকুড়া গ্রামের মুসাফির রহমানের মেয়ে।

শিশুটির বাবা মুসাফির রহমান বলেন, বাদাম খাওয়ার সময় একটি বাদাম প্রীতির গলায় আটকে যায়। এতে সে কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা গলায় আটকে থাকা বাদামটি বের করার চেষ্টা করেন। কিন্তু বের করতে না পারায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com