ঢাকাশুক্রবার , ১০ মে ২০১৯

গৌরীপুরে অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিঃএর অফিস ঘর উদ্ভোধন

গৌরীপুর নিউজ
মে ১০, ২০১৯ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বোকাইনগর অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-০৫৮ তাং- ০২-০৫-১৯ইং)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ও অফিস ঘর উদ্ভোধন করা হয়েছে।

আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন ঘোষণা করেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এ উপলক্ষে বৃহস্পতিবার(৯মে)২০১৯ দুপুর ২ টায় বেতান্দর(ভোটের বাজার) বাজারের অটোস্টান্ড এলাকায় সমিতির কার্যালয়ের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান, সংঘঠনের প্রধান উপদেষ্ঠা বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে অটোরিক্সার ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক আইনমেনে রাস্তায় গাড়ী চালাতে হবে। বর্তমানে প্রায় জায়গাতেই অটোরিক্সার ড্রাইভারদের নিশা জাতীয় খাবার খাইয়ে এবং গলায় ফাঁস দিয়ে হত্যাকরে অটোরিক্সা চিনতাই করে তাই এই সমস্ত চিনতাইকারী চক্রথেকে সাবধান থাকার জন্য ড্রাইভারদেরকে বলেন এবং কোন মাদক ব্যবসায়ী যদি অটোরিক্সা দিয়ে যাতায়াত করে যদি এমন কোন ব্যাক্তিকে কেউ পান তাহলে সরাসরি ফোন করার জন্য বলেন।

নব গঠিত সংঘঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়, মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মোস্তাকিম ফকির।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com