ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সালমা আক্তার রুবি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহন করেছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৩ মে) বিকেলে পাবলিক হলে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ করা হয়েছে ও বিদায়ীদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বিদায়ী ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মফিজুন নূর খোকা, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মুর্শেদুজ্জামান সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান বাবুল, সাদেকুর রহমান সেলিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com