ময়মনসিংহবৃহস্পতিবার , ২ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ক্যাপ্টেন (অবঃ) মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন মুক্তিযোদ্ধারা

গৌরীপুর নিউজ
মে ২, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এমপি, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের ৩য় মৃত্যবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) দুপুর ২ টায় কলতাপাড়ায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তানগণ ও মুক্তিকামী জনতা।

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, আব্দুল গণি, মঞ্জুরুল হক, মোখলেছুর রহমান চকদার, আব্দুল মান্নান, প্রদীপ কুমার বিশ্বাস, সাংবাদিক ফারুক আহাম্মদ, কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ফারুক, যুবলীগ নেতা শাহ আলম, যুব শ্রমিকলীগ নেতা সোয়েবুর রহমান জুয়েল প্রমুখ।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com