ময়মনসিংহবৃহস্পতিবার , ২ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

গৌরীপুর নিউজ
মে ২, ২০১৯ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফারুক আহমেদ: “দুনিয়ার মজদুর এক হও এক হও” -এ স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যায্য দাবিতে র‍্যালি আলোচনা সভা, শ্রমিক সমাবেশ, দোয়া অনুষ্টান, কাঙ্গালী ভোজ বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে, জাতীয় শ্রমিক লীগ, গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়ন, যুব শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ সহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি পালন করছে।

সকাল ১১টায় জাতীয় শ্রমিক লীগ,যুব শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের আয়োজনে, গৌরীপুর উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গৌরীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয় এবং উক্ত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভোষণ দাস,গৌরীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হেসেন খাঁন।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, মহিলা শ্রমিক লীগের নেত্রী কলি, যুব শ্রমিক লীগের সভাপতি সোয়বুর রহমান জুয়েল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়ন র‍্যালি শেষে সংঘঠনের সকল সদস্য আলোচনা সভায় যোগদেন।

আলোচনা সভা শেষে দেশ ও শ্রমিকদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকল সংঘটনের পক্ষথেকে আলাদা আলাদা ভাবে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com