ময়মনসিংহসোমবার , ৬ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পাশের হার শতকরা ৭৯.২৮। ৯৮ জন জিপিএ ৫

গৌরীপুর নিউজ
মে ৬, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফ আহমেদ: সোমবার (৬ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ গৌরীপুরে ৯৮ জন জিপিএ ৫ অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলম জানান- উপজেলায় এবার মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গৌরীপুর থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো মোট ৪ হাজার ২ শত ৩২জন, পাশ করেছে ৩ হাজার ৩শত ৫৫জন। জিপিএ ৫ অর্জন করেছে ৯২ জন। পাশের হার শতকরা ৭৯.২৮।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলো ৬৩০ জন, পাশ করেছে ৫১১জন। জিপিএ ৫ অর্জন করেছে ০৮ জন। পাশের হার শতকরা ৮১.১১।

এবারের ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ ৫ অর্জন করে (২৪ জন) ১ম হয়েছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হারে ১ম হয়েছে মাওহা ইউনিয়নে অবস্থিত খলতবাড়ি উচ্চ বিদ্যালয়, ৯৮.১৪ ও ২য় স্থানে আছে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়, ৯৭.৪৮।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com