ঢাকাসোমবার , ৬ মে ২০১৯

গৌরীপুরে পাশের হার শতকরা ৭৯.২৮। ৯৮ জন জিপিএ ৫

গৌরীপুর নিউজ
মে ৬, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফ আহমেদ: সোমবার (৬ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ গৌরীপুরে ৯৮ জন জিপিএ ৫ অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলম জানান- উপজেলায় এবার মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গৌরীপুর থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো মোট ৪ হাজার ২ শত ৩২জন, পাশ করেছে ৩ হাজার ৩শত ৫৫জন। জিপিএ ৫ অর্জন করেছে ৯২ জন। পাশের হার শতকরা ৭৯.২৮।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলো ৬৩০ জন, পাশ করেছে ৫১১জন। জিপিএ ৫ অর্জন করেছে ০৮ জন। পাশের হার শতকরা ৮১.১১।

এবারের ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ ৫ অর্জন করে (২৪ জন) ১ম হয়েছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হারে ১ম হয়েছে মাওহা ইউনিয়নে অবস্থিত খলতবাড়ি উচ্চ বিদ্যালয়, ৯৮.১৪ ও ২য় স্থানে আছে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়, ৯৭.৪৮।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com