পবিত্র রমযান মাসে ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মঙ্গলবার (১৪ মে) ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম রিয়াদ হাসান গৌরব এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্টেশন রোডে ভোক্তা অধিকার আইনে বৈশাখী হোটেলকে ৫ হাজার টাকা, উত্তর বাজারে সুমন ঘোষের মিষ্টির দোকানকে ৪ হাজার টাকা, ব্রজেনের মিষ্টির দোকানকে ৫শ টাকা, মধ্য বাজারে রতন চন্দ্র পালের মনোহারী দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গৌরীপুর পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com