মশিউর রহমান কাউসার: বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ এনামূল হক সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শামছুন্নাহার বেগম, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমীন, সদস্য মোঃ আনোয়ার কবির, ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাফর আহাম্মদ চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সংগঠনের ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাফর আহাম্মদ চৌধুরী।
এনামূল হক সরকার জানান, ওইদিন বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com