ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, আনসার-ভিডিপি’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম তালুকদার (৭২) আর নেই। তিনি সোমবার (২০ মে) রাত ৮ টায় মহিশ্বরন গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)।
পরদিন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি প্রশাসনের পক্ষে সম্মান প্রদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব। এস আই বিপ্লব মহন্তের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন।
এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল হক, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আব্দুল হাই, শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, ডিকেআইবি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com