ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৭ মে/১৯) উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, স্বজন সমাবেশ আমার প্রিয় সংগঠন। দু:খী, মেহনতি, নিপীড়িত, বঞ্চিত মানুষের কন্ঠস্বর দৈনিক যুগান্তর। লাখো লাখো পাঠকের মনে ঠাঁই করেছে নিয়েছে দৈনিক যুগান্তর, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে কোটি মানুষের অন্তর জয় করেছে স্বজন সমাবেশ।
সংবর্ধিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমরা স্বজনদের ন্যায় মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই।
সংবর্ধিত অপর মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী বলেন, মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাস্তবায়নে সকলের অংশ গ্রহন নিশ্চিত করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, কিল্লাবোকাইনগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, বোকাইনগর বিএনপির সভাপতি মো. সামছুদ্দিন আহমেদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, আব্দুল কাদির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ছড়াকার আজম জহিরুল ইসলাম সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই ওরফে আহাম্মদ উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি নাদিরা জামান পান্না, আব্দুল মালেক, শামীমা খান মীনা, রমজান আলী মুক্তি, যুগ্ম সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, সাহিত্য সম্পাদক মো. আমিরুল মোমেনীন, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক চায়না রানী সরকার, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক নাঈমা জাহান চৌধুরী প্রীতি, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com