ঢাকাসোমবার , ৬ মে ২০১৯

গৌরীপুর পৌর মেয়রের ড. মো: শহীদুল্লাহ পদক অর্জন

গৌরীপুর নিউজ
মে ৬, ২০১৯ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরিফ আহমেদ: সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গৌরীপুর পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ড. মো: শহীদুল্লাহ স্মৃতি পদক অর্জন করেছেন।

ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অডিটরিয়ামে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আফিল বিভাগের বিচারক বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিঞা এ পুরুস্কার তুলে দেন। আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে সারাদেশে বেশ কয়েকটি ক্যাটাগরিতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ পুরুস্কার প্রদান করা হয়ে থাকে।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দরিদ্রকে মানুষকে প্রতিনিয়তই সাহায্য-সহযোগিতা করে থাকেন। যার স্বীকৃতি স্বরূপ তাঁকে ড. মো: শহীদুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com