ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০১৯

ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক হলেন গৌরীপুরের রিফাত

স্টাফ রিপোর্টার
মে ১৪, ২০১৯ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি খান রিফাত।

সোমবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রিফাত বর্তমানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য ফজলে রাব্বি খান রিফাত গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি ও সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা দেওয়ান কাঞ্চন খানের ছেলে। তার গ্রামের বাড়ি এ উপজেলার মাওহা ইউনিয়নে ও বর্তমান বাসা পৌর শহরের স্টেশন রোড এলাকায়। রাজধানীতে অবস্থান করে লেখাপড়ার পাশাপাশি রিফাত ছাত্রলীগের কেন্দ্রিয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এর আগে তিনি গৌরীপুরে ছাত্রলীগের কর্মসূচীতে সক্রিয় ভূমিকা পালন করেন।

ফজলে রাব্বি খান রিফাতকে কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক নির্বাচিত করায় ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অভিনন্দন জানান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মশিউর রহমান কাউসার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজিমূল ইসলাম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com