ময়মনসিংহশুক্রবার , ৩ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে বাঁচিয়ে মারা গেলেন বাবা

গৌরীপুর নিউজ
মে ৩, ২০১৯ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেকে বাঁচাতে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন নূর হোসেন (৫০) নামে এক বাবা। এ ঘটনায় রিকশাচালকও নিহত হয়েছেন। এতে সামান্য আহত হয়েছেন ছেলে নোমান (৩০)। রিকশা নিয়ে বেড়িয়ে প্রথম দিনেই মারা গেলেন ওই রিকশাচালক। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম শুক্রবার দুপুরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। অপরদিকে রিকশার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- রিকশার যাত্রী নূর হোসেন (৫০) ও চালক আকাশ (১৭)। নিহত নূর হোসেন ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। নিহত রিকশা চালক আকাশ নেত্রকোনার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত নূর হোসেনের ছোট ভাই সিরাজ বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগির ব্যবসা শেষে ছেলে নোমানকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ছেলেকে বাঁচাতে তিনি তাকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে নোমান বেঁচে গেলেও তিনি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

নিহত রিকশাচালকের বড় বোন বলেন, মায়ের কাছে দোয়া চেয়ে আমার ভাই রিকশা নিয়ে বের হয়েছিল। আয়-রোজগার করতে গিয়ে প্রথম দিনেই সে মারা গেল।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com