গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী।
সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দ দবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানিতে কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। বাজার এলাকায় ৩তলা একটি ভবনে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় বাতাসে পাশের টিনশেড দোকানের বিদ্যুতের তারের উপর ছেলের কাপড় উড়ে পড়ে। লোহার রড দ্বারা সেই কাপড় তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রহিম। তাকে বাঁচাতে গেলে স্ত্রীও আহত হন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com