জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যায় উপজেলার বেলগাছা মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে আব্দুর রহিম (৬০) নিজের ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। পাশের বাড়ির রাসেল মিয়ার স্ত্রী লিমা বেগম (২০) আব্দুর রহিমকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তারা মারা যান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতায়িত হয়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com