ময়মনসিংহসোমবার , ৬ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে আনারসের কাছে হারল নৌকা

গৌরীপুর নিউজ
মে ৬, ২০১৯ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

চতুর্থ ধাপের স্থগিত হওয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা মতিন সরকার।

আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৫১ হাজার ৯৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।

রবিবার (৫ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির আকন্দ (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রহীম খলিল নয়ন (টিউবওয়েল) পেয়েছেন ৩২ হাজার ৪৪৯ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: মাহমুদা খানম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিরিন ইসলাম (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৫ হাজার ৭৯১ ভোট।

এদিকে উপজেলার ১২২টি কেন্দ্রের মধ্যে স্থানীয় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানসহ সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ত্রিশালে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে দিন তারিখ নির্ধারণ করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com