নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর চোরাবালিতে পড়ে সাকিবুল হাসান রাকিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে। মৃত সাকিব দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মুজিবনগর আবাসন গ্রামের সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পানি কম থাকায় সোমেশ্বরী নদীতে নামে রাকিব। এ সময় নদীর প্রবল স্রোতে চোরাবালিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের সহায়তায় ময়মনসিংহ থেকে ডুবুরি গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমেশ্বরী নদীর চোরাবালিতে পড়ে সাকিবুল হাসান রাকিব নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com