নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে এক বৃদ্ধা নারীকে হত্যা করেছেন প্রতিবেশী। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের চন্ডিগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আ. হাইয়ের স্ত্রী কদবানুর সঙ্গে (৬৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত ছমেদ আলীর ছেলে আ. সালাম মিয়ার (৩০) কথা কাটাকাটি হয়। একপযার্য়ে কদবানুকে দা দিয়ে মাথার পেছনে কোপ দেন সালাম মিয়া। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই মো. সাঈদ বাদী হয়ে অভিযুক্ত সালামকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আ. সালাম জড়িত বলে স্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত বৃদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com