ময়মনসিংহের নান্দাইলে পেছন থেকে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কায় অটোচালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী।
শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পাঁচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম সবুজ মিয়া। তিনি উপজেলার পাঁচপাড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নান্দাইলগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশা চালক সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা রামের কান্দা গ্রামের ইব্রাহীমের মেয়ে ফাতেমা ও ঝালুয়া গ্রামের শাহেদ আলীর ছেলে লিয়াকত আলী আহত হন। আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক কে আটক করা সম্ভব হয়নি।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com