ময়মনসিংহের নান্দাইলে শসা ক্ষেতে গাঁজা করেছেন রফিকুল ইসলাম নামে এক যুবক। এমন ঘটনায় ঘটেছে নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের শসা খেতে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরকামটখালী গ্রামের রফিকুল ইসলামের শসাখেতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রফিকুলকে শসাখেতের ভেতরে বেশি সময় কাটাতে দেখেছে এলাকার লোকজন। মানুষের ধারণা ছিল, ভালো ফলনের আশায় রফিকুল শসাখেতের এত যত্ন নিচ্ছেন। কিন্তু শসা চাষের আড়ালে তিনি যে গাঁজার চাষ করছেন, সেটি এলাকার লোকজন অনেক পরে জানতে পারেন। এলাকায় পুলিশি অভিযানের খবর পেয়ে শসা খেতের মালিক রফিকুল পালিয়ে যান।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে এই গাঁজা উদ্ধার হয়। উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের শসা খেত থেকে বড় বড় চারটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com