নিখোঁজের তিনদিন পর জামালপুর সদরের তুলশীরচরে একটি ধানক্ষেত থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তুলশীরচর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম তুলশীরচর ইউনিয়নের টেবির চর পূর্বপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে।
বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল হক জানান, দুপুরে আনন্দ বাজার এলাকায় খালের পাশে একটি ধানক্ষেতে জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর তিনদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি তিন মাস ইরাকে থাকার পর ট্রাভেল এজেন্সির প্রতিশ্রুতি দেয়া কাজ না পেয়ে গত ৮ মাস আগে দেশে ফিরে আসেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com