ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০১৯

নেত্রকোণায় ঝড়ে অর্ধশত বাড়ি-ঘর বিধ্বস্ত

গৌরীপুর নিউজ
মে ৯, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার সদর ও আটপাড়া উপজেলায় ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে গেছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ‘বুধবার মধ্যরাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ও সদর উপজেলার কয়েকটি গ্রামে অর্ধশতাধিক কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। পল্লী বিদ্যুতের তারের ওপর গাছপালা ভেঙে পড়ায় ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়া রাস্তার ওপর ভেঙে পড়া গাছপালা সরাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

পরে তালিকা অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে বলে জানান জেলা প্রশাসক।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com