ময়মনসিংহবুধবার , ১ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পকেটে থাকা মোবাইল বিস্ফোরণে কিশোর আহত

গৌরীপুর নিউজ
মে ১, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন বিস্ফোরণে নবীন আহম্মেদ (১২) নামে এক কিশোর আহত হয়েছে। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত নবীন কালকিনি পৌর এলাকার মজিদ বাড়ী (ভুরঘাটা) গ্রামের হায়দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভুরঘাটা এলাকায় একটি দোকানে বসে ছিল নবীন। এ সময় তার প্যান্টের পকেটে থাকা সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার কোমরের নিচে ও দুই পায়ের রান পুড়ে যায়। তবে তার ডান পা বেশি পুড়ে গেছে।

কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়া উদ্দিন বলেন, মোবাইল বিস্ফোরণে আহত নবীনের পুরো পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com