ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে সিল থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে।
গ্রেফতারকৃত প্রিজাডাইং অফিসার ফয়জুর রহমান উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রিজাইডিং অফিসারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
![](http://gouripurnews.com/wp-content/uploads/2024/12/momomomomooosan.jpg)
![](http://gouripurnews.com/wp-content/uploads/2024/12/momomomomooosan-1.jpg)
ইমেইলঃ news.gouripurnews@gmail.com