ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি
মে ২৩, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে প্রাইভেটকার চাপায় আইনল হক (৩৫) নামে এক এক রাইসমিল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আইনল হক উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরশহর সংলগ্ন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যালযের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আইনল হক তার নিজ কর্মস্থল থেকে ভ্যানগাড়ি যোগে ফুলপুর যাওয়ার পথে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে আইনল হক ও ভ্যানচালক আছাব উদ্দিন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আইনল হককে চিকিৎসক মৃতু ঘোষণা করে। তবে ভ্যানচালক আছাব উদ্দিন আশংকামুক্ত আছে বলেও জানান তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com