কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে বসতঘরের বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন লেগে বসতঘরসহ দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার দিলালপুর ইউনিয়নের ফুলবাড়িয়া আতকাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ৭টার দিকে আতকাপাড়া গ্রামের জাকির হোসেন এর বসতঘরের বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর এবং পাশের রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগে আগুন লাগার পর পর আগুন নেভাতে গিয়ে তাহেরা বেগম (৭০) নামে এক নারীসহ স্থানীয় দুই ব্যক্তি আহত হন।
আগুনে জাকির হোসেন এর বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, রঙিন টেলিভিশন, ৯টি টারকি মুরগি ও বাই-সাইকেল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে গিয়ে আহত দু’জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এছাড়া ঘটনার খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com