ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকসহ সবুজ রহমান (২৯) ও নাহিদুর রহমান (২৮) নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার কড়ইকান্দি ফেরীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। সবুজ ওই উপজেলার কানাইনগর গ্রামের মতিউর রহমানের ছেলে ও নাহিদুর আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথে নেতৃত্বে একটি আভিযানিক দল রাত পৌনে ১টার দিকে কড়ইকান্দি ফেরীঘাট এলাকার একটি মার্কেটের গোডাউনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৪০ ক্যান বিয়ারসহ সবুজ ও নাহিদুরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com