মশিউর রহমান কাউসার: মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় দুস্থ শ্রমিক নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এর আগে এ দিবসকে কেন্দ্র করে গৌরীপুর পৌর শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উত্তর বাজার সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
সংগঠনের সভাপতি মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শামীম খান, সোহরাব আলী, আব্দুর রাশিদ, আব্দুস সাত্তার, সাফায়েত আলী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। পরে স্থানীয় ৬০ জন দুস্থ শ্রমিক নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com