ময়মনসিংহের মুক্তাগাছায় মামাতো ভাই মাহবুবুর রহমান মারুফ (১০) নামে এক শিশুকে হত্যার দায়ে রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক হেলাল উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ বলেন, ২০১৩ সালের ১৯ অক্টোবর মুক্তাগাছা উপজেলার পাইকাশিমূল গ্রামের আকবর আলীর শিশু মারুফকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার ফুফাতো ভাই রাকিবুল ইসলাম রাকিব পুকুরের পানিতে ডুবিয়ে এবং চাকু দিয়ে গলা কেটে হত্যা করে।
পরে এঘটনায় ২১ অক্টোবর নিহতের বাবা মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী বাদী হয়ে রাকিবুল ইসলাম রাকিব তার ভাই রেজাউল করিম এবং তাদের বাবা আব্দুর রাজ্জাকের নামে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
হত্যা মামলায় রাকিবুল ইসলাম রাকিবের ফাঁসির আদেশ হলেও অপর দুই আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল গফুর খান বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com