ময়মনসিংহ সিটি কর্পোরেশন ছাড়াও রোববার ত্রিশাল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ মে) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটু নির্বাচিত হওয়ায় ভোট নিয়ে সাধারণ মানুষ আগ্রহ হারিয়েছে। ময়মনসিংহ সিটির ৩৩ ওয়ার্ডের কাউন্সিলর ও ১১ সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।
কমিশন জানায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com