ঢাকারবিবার , ৫ মে ২০১৯

ময়মনসিংহ সিটি নির্বাচন: ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

গৌরীপুর নিউজ
মে ৫, ২০১৯ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট গ্রহণ শেষ। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা।

আজ রবিবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নগরীর ১২৭টি কেন্দের সবকটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানান, ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা। তবে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও ৩ জন করে পুলিশ সদস্য থাকবে।

প্রতিটি ওয়ার্ডে একটি করে পুলিশের ৩৩টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী মেজিস্ট্রেট ও তিনজন করে অতিরিক্ত নির্বাহী মেজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন সব ধরনের অপরাধ নিয়ন্তণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা দিতে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মাঠে নিয়োজিত থাকবে।

মেয়র পদে কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটু এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com