ঢাকামঙ্গলবার , ২১ মে ২০১৯

লাশের ব্যাগে লাশ নেই, আছে চাটাই আর কাপড়

গৌরীপুর নিউজ
মে ২১, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

লাশ বহনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে প্রবল আতঙ্ক আর রহস্যের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার দক্ষিণ কলেজ পাড়ায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ এ ব্যাগটি দেখে স্থানীয়দের মাঝে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষমেশ রহস্য উৎঘাটনে পুলিশি তৎপরতায় ব্যাগটি খুলে ভেতরে মরদেহ পেঁচানো একটি চাটাই আর কিছু কাপড় পাওয়া গেছে। তবে কোনো মরদেহ পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ পরিত্যক্ত ব্যাগটি এখানে ফেলে গেছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ব্যাগটিতে মরদেহ পেঁচানো একটি চাটাই আর কিছু কাপড় পাওয়া গেছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় কেউ পরিকল্পিতভাবে ব্যাগটি ওই স্থানে ফেলে গেছেন।

এছাড়াও বিষয়টি দিয়ে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও মনে করেন তিনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com