ঢাকারবিবার , ৫ মে ২০১৯

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গৌরীপুর নিউজ
মে ৫, ২০১৯ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে ইজিবাইক চাপায় হালিমা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৫ মে) সকালে সদর উপজেলার শেখহাটির মাটিনপাড় মান্দাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার হালিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, মাটিনপাড় মান্দাখালী এলাকায় সকাল নয়টার দিকে বাড়ির পাশে রাস্তা পারাপার হচ্ছিল শিশুটি। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইজিবাইকটি হালিমাকে চাপা দিলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমেছে শোকের ছায়া।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com