ঢাকারবিবার , ১২ মে ২০১৯

সাংবাদিক সুরেশ কৈরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

গৌরীপুর নিউজ
মে ১২, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার: ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের গৌরীপুর প্রতিনিধি স্বর্গীয় সুরেশ কৈরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১৩ মে)।

উল্লেখ্য সুরেশ কৈরী ২০০০ ইং সনে ১৩ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তিনি ১৯৫৩ সনের ৫ জানুয়ারী এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোসাইবাড়ীতে জন্ম গ্রহন করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জার্নালিজমে মাস্টার্স পাস করেন। ১৯৭৪ সন থেকে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং সর্বশেষ দৈনিক সংবাদ ও জাহান পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় মৃত্যু বরন করেন।

প্রয়াত সুরেশ কৈরী একাধারে ছিলেন একজন গুনী সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক। গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।

সুরেশ কৈরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে স্মরন সভা এবং শহরের কালীখলাস্থ লোকনাথ মন্দিরে হরিনাম সংকীর্ত্তন ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com