ময়মনসিংহরবিবার , ৩০ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সাত দিন বাকৃবির লাইব্রেরি খোলা রাখার দাবি ছাত্রফ্রন্টের

গৌরীপুর নিউজ
জুন ৩০, ২০১৯ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহে সাত দিন খোলা রাখার দাবিতে ১৫০০ শিক্ষার্থীদের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. মোক্তার হোসেনের কাছে ওই স্মারকলিপি জমা দেন দলটির নেতারা।
এর আগে একই দাবিতে দুপুর ১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য দেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম কর ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস।
সভায় বক্তারা বলেন, লাইব্রেরির আসন সংখ্যা, বইয়ের সংখ্যা বৃদ্ধি, বই খোঁজার ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু এবং সপ্তাহে সাত দিন কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা শিক্ষার্থীদের অনেক দিনের চাহিদা। তাই দ্রুত সপ্তাহে সাত দিন বাকৃবি লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com