ময়মনসিংহরবিবার , ২৪ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ব্রিজ ভেঙে শিক্ষার্থীসহ ৫ জন আহত

জেলা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০১৯ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার বানিবহের সান্ধিয়ারায় হড়াই নদীর উপর পরিত্যক্ত ব্রিজ ভাঙার সময় বেকু উল্টে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বেকুরচালক বানিবহের লোকমানের ছেলে হাসান (২৫), হেলপার মহিরউদ্দিনের ছেলে রুহুল আমিন (২০), শ্রমিক এন্তাজউদ্দিনের ছেলে আব্দুল হালিম (৫০)। এছাড়াও শাকিল (১৮) ও ইমরান (১৪) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, হড়াই নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিডেট (এসইবিএল)। এ কারণে আগের পরিত্যক্ত ব্রিজটি ভাঙার কাজ শুরু করেন। দুপুরে বেকু দিয়ে ব্রিজটি ভাঙার সময় অসাবধানতার কারণে ব্রিজ ভেঙে ও বেকু উল্টে চালক, হেলপার, এক শ্রমিক ও পাশে থাকা ২ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিডেট (এসইবিএল) এর সহকারী ম্যানাজার খন্দকার সামছুল আলম বলেন, যারা ব্রিজ ভাঙতে গিয়ে আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠিয়েছেন। সবাই শঙ্কামুক্ত।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com