ময়মনসিংহশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বাল্যবিয়ে ঠেকাতে কনের বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিশাল সমাবেশ করে বাল্যবিয়েকে লালকার্ড দেখানোর পরদিনই এক কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়ে বন্ধ করলেন সদরের ইউএনও মাসুদা আক্তার। সদর উপজেলার লক্ষীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে আনিস মিয়াকে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) দুপুরে এ জরিমানা করা হয়।

আনিস মিয়া তার নবম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বুধবার (১১ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার নয়ন মিয়ার সাথে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে নেত্রকোনা সদর উপজেলার ইউএনও ছুটে যান। টের পেয়েই বর এবং কনের বাবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

এরপর বৃহস্পতিবার আবারও লুকিয়ে বিয়ে দেয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা এবং মদনপুর ইউপি চেয়ারম্যান কনের বাবাকে ধরে ইউএনওর কাছে হস্তান্তর করেন। পরে ইউএনও মাসুদা আক্তার বাল্যবিবাহ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করে কনের বাবাকে বিয়ে থেকে বিরত থাকার হুশিয়ারি দেন। সেই সাথে কনের বয়স হওয়ার আগ পর্যন্ত ধৈয্য ধারন করার পরামর্শও দেন।

সদর উপজেলার ইউএনও মাসুদা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেখানেই বাল্যবিয়ের খবর পাবেন সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাবেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com