ময়মনসিংহমঙ্গলবার , ৩ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কবিতা ‘কাঁচ পোকারা’………মাহমুদা বেগম

গৌরীপুর নিউজ
মার্চ ৩, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অপার আকর্ষনে, কি অজানা টানে
কত পাতা খসে পড়ছে
শিখড়ের রস ফুরিয়েছে বুঝি
ব্যাথাহীন অবশ হয়ত শরীর।

মর্মরধ্বনি বেজে উঠে পড়ন্ত বেলায়
স্মৃতির লতা গা বেয়ে লেগে থাকে
তোমার আহ্বানে গ্রাসিছে হয়তো মাটি,
অলসতা শুকবার ।

অস্ফুট ব্যাথার নিঃসঙ্গতা এইত জীবন
নীলিমার মেঘে খেলছে কত কানামাছি রোদ
কতকাল অবিরত ডানপিঠে বেলা ঘুঘুর ডানায়।

কৃষকের চোখে ফসলের রং মেখে এসেছে হেমন্ত
ভিজে শশ্যের অন্কুর দেখে কুয়াশার জলে
ভেজা ঘুড়ি হাতে নিয়ে ভেসে গেছে সব চোখ
বুক খালি করা শূন্যতা দিয়ে বাতাশ হয়েছে ভারি।

জলাঙ্গি স্রোতে ভেসে যায় পাখা ভাঙ্গা হাজারো ফড়িং
আছে কোথায় সেই নিঃশর্ত একাজন
জানেনা তারা শত ঢেউ ভেঙ্গে আসে মাঝি
তবু বুক ভরা কাব্য হাসে তার
কাঁদে এখানে এখোনো তাকে ছাড়া
আমাদের কাঁচ পোকারা ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com