ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে তিন গাঁজা সেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও হাসান মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাকদসেবীদের এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রামগোপালপুর এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ আবু তালেব, পিতা- নাহড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকরব শরীফ ও গোলকপুরের মৃত আছিম উদ্দিনের ছেলে মোঃ মিন্টু মিয়া।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল।
ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারি মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে জানান, গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে আবু তালেবকে ৮ মাসের কারাদন্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা, শওকত আকবর শরীফকে ০৩ মাসের কারাদন্ত ও ৫০০ টাকা জরিমানা, মিন্টু মিয়াকে ১ বছর কারাদন্ত ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৫৫০ গ্রাম গাঁজা আগুনে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801791-601061, +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com