ময়মনসিংহের গৌরীপুরে নবজাগরণ স্পোর্টিং ক্লাব এর ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
২ বছর মেয়াদী এ কমিটিতে আশিষ কুমার পাল পিন্টু কে সভাপতি, সাজন আল হাসান কে সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মনি কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সুমন পাল কে কোষাধ্যক্ষ ও মেহেদী হাসান বাবু কে ক্রিড়া সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে ২০১০ সালে নবজাগরণ স্পোর্টিং ক্লাবটি যাত্রা শুরু করে। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ১০০ জন।
ক্লাবটি ক্রিকেট,ফুটবল,ব্যাটমিনটন খেলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801791-601061, +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com