আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আঠারপোতা গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৮), ময়মনসিংহ সদরের শহীদুল ইসলাম (৪৫), মফিজুর রহমান (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক (৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোণা সদরের সাহেরা খাতুন (৭০)।’
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), গফরগাঁও উপজেলার কুলসুম (৫৫), ভালুকার আলি নেওয়াজ (৫৫), টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫) ও ঝিনাইগাতি উপজেলার জসতিয়া রানী (৪০)। সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801791-601061, +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com