ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরের বিএনপি নেতা রাসেল এখন রাজধানীর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি !

মশিউর রহমান কাউসার
আগস্ট ৪, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এক সময়ের বিএনপি’র সক্রিয় নেতা মোঃ মাহমুদুল হোসেন রাসেল রাজধানীর ঢাকা মহানগর উত্তর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজন্মলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। আওয়ামীলীগের এই হাইব্রিড নেতার বাড়ি গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। রাজধানীতে ব্যবসার সুবাদে অবস্থান করে অতি সম্প্রতি তিনি ওই ভুইফোঁড় সংগঠনটির পদ বাগিয়ে নেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উল্লেখিত সংগঠনের ব্যানারে তার একটি পোস্টার ফেইসবুকে প্রচার হলে গৌরীপুরে আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে এ বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ ঘটনাটি জানাজানি হলে আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইতোমধ্যে এ নিয়ে ফেইসবুকে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে নানা মন্তব্য করেছেন অনেকেই।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি তানজীর আহমেদ রাজীব জানান, এসব ভুইফোঁড় সংগঠনের কারনে আওয়ামীলীগের অস্তিত্ব আজ হুমকীর মুখে। বিএনপির একজন সক্রিয় নেতাকে রাতারাতি আওয়ামীলীগের সাইনবোর্ড লাগিয়ে দেয়ার ঘটনাটি আওয়ামীলীগের ভবিষ্যত রাজনীতির জন্য অশনিসংকেত।

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ বাগচী এ সংগঠনের কান্ডজ্ঞানহীন এ কর্মে হতবাক হয়ে বলেন, এ কর্মের সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। তা নাহলে হাইব্রিড নেতাদের ভীড়ে আওয়ামীলীগের প্রকৃত নেতা-কর্মীদের অস্তিত্ব খুঁেজ পাওয়া যাবেনা বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ জানান, মাহমুদুল হোসেন রাসেল ৯০ দশকে প্রথমদিকে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। সেসময় ছাত্রলীগের মিছিলের ওপর দফায় দফায় হামলার ঘটনায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা রাখতেন। ছাত্রজীবন শেষে রাসেল যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার পরিবারের সকল সদস্যরা বিএনপি’র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ও বর্তমানে আছেন। রাসেল কে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজন্মলীগের পদ থেকে অবিলম্বে বহিস্কারের জোরালো দাবি করেন তিনি।

এ ঘটনায় গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য না হয়েও বিএনপি নেতা রাসেল কে উল্লেখিত ভুইফোঁড় সংগঠনের পদে নিযুক্ত করার ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয় একটি ঘটনা। অবিলম্বে তাকে বহিস্কার করা না হলে রাজপথে প্রতিবাদ জানাবেন বলে বলেন মন্তব্য করেন তারা।

এ বিষয়ে মন্তব্য জানতে মাহমুদুল হোসেন রাসেলের ০১৯৭৪-৯০০৩৭৩ এই মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে নম্বরটি ব্যস্ত দেখায়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com