ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচ পাম্প থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার(১০ আগস্ট)সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পাশ্ববর্তী নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া(২৭)।
প্রতিবেশী মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, নিহত সোহেল মিয়া পানান গ্রামের আলী বক্শের ছেলে আব্দুল জব্বারকে বৈদ্যতিক তার দিয়েছিল সেচ পাম্পে ব্যবহার করার জন্য। ঘটনার দিন সেই বিদ্যুৎতের তার নিতে আব্দুল জব্বারের বাড়ী আসেন তিনি। পরে সেচ পাম্প থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টহয়ে মারা যায় সোহেল।
বিষয়টি নিশ্চিত করে জাটিয়া ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু সাংবাদিক দের বলেন, বিদ্যুৎ তের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় সোহেল।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া সাংবাদিকদের জানান,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801791-601061, +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com