পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দকী।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার দুপুরে রিয়াদুজ্জামান রিয়াদের শত শত সমর্থক আনারস মার্কার মিছিল নিয়ে গোবিন্দুপর বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় পাশ^বর্তী নৌকার নির্বাচনী অফিস থেকে জোসেফ উদ্দিন জর্জের সমর্থকরা লাঠিসোটা নিয়ে ধাওয়া করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেন। এদিকে রিয়াদুজ্জামান রিয়াদের সমর্থকরা ধাওয়া খেয়ে তাৎক্ষণিক সুসংগঠিত হয়ে জোসেফ উদ্দিন জর্জের সমর্থকদের পাল্টা ধাওয়া করে। রিয়াদুজ্জামান রিয়াদের সমর্থকরা এসময় ক্ষিপ্ত হয়ে নৌকার নির্বাচনী অফিস, বেশ কয়েকটি দোকান ও একটি মটর সাইকেল ভাংচুর করে। এতে উভয়পক্ষের বেশ কয়েজন আহত হন। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াকালে দফায় দফায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানান প্রত্যদর্শী কয়েকজন।
এদিকে উল্লেখিত দুই প্রার্থীর সমর্থকদের মাঝে চরম উত্তেজনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ন্থানীয় মোঃ কামাল হোসেন জানান, ঘটনারদিন দুপুরে রিয়াদুজ্জামান রিয়াদের সমর্থকরা মিছিল সহকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৌকার নির্বাচনী অফিসে হামলা চালায়। এসময় নৌকার নির্বাচনী অফিস, একটি মটর সাইকেল ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করে তারা। এ হামলায় নৌকার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এর আগের দিন রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর বাজারে নৌকার তিনটি নির্বাচনী অফিসে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে রিয়াদুজ্জামান রিয়াদ জানান, ঘটনার দিন দুপুরে তার আনারস মার্কার সমর্থকরা ভোট প্রার্থনার জন্য গোবিন্দপুর বাজার দিয়ে যাচ্ছিলেন। এসময় বিনা উস্কানীতে নৌকার নির্বাচনী অফিস থেকে একের পর এক ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভীতি সঞ্চার করে তার সমর্থকদের ধাওয়া করে। এর আগের দিন রাতে মেছিডেঙ্গী লংকার ব্রিজ এলাকায় তার নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করে জোসেফ উদ্দিন জর্জের সমর্থকরা। চার দিন আগে গোবিন্দপুর বাজারে তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে বলে জানান তিনি।
রিয়াদুজ্জামান রিয়াদ আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসেফ উদ্দিন জর্জ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকায় আগুন ধরিয়ে ও নির্বাচনী অফিসের সামনে ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে এর দায় তার উপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বর্তমানে আনারস মার্কার সমর্থকদের নানা হুমকী প্রদানের পাশাপাশি প্রচারণা ও ভোট প্রার্থনায় বাঁধা দেয়া হচ্ছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
জোসেফ উদ্দিন জর্জ জানান, বিএনপি নেতা রিয়াদুজ্জামান রিয়াদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার সমর্থকরা উচ্ছশৃঙ্খল প্রকৃতির। ঘটনারদিন রিয়াদের প্রায় ৬/৭শ সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সঞ্চার করে গোবিন্দপুর বাজারে নৌকার নির্বাচনী অফিসে হামলা চালায়। এসময় নির্বাচনী অফিসের সাটার, চেয়ার-টেবিল, প্রচারণার মটর সাইকেলসহ আশপাশের বেশ কয়েকটি দোকান ভাংচুর করে তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তপ্ত পরিবেশ স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি বলে তিনি জানান।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com