ময়মনসিংহরবিবার , ২০ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ব্রণ দূর করা সহ ব্যবহৃত চা পাতার ভিন্ন পাঁচ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
মার্চ ২০, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিন কয়েক কাপ চা পানের অভ্যাস আমাদের অনেকেরই আছে। অনেকের আবার সকাল শুরু হয় চায়ের পেয়ালায় চুমুক দিয়ে। তাছাড়া একটানা কাজ করার পর একটু রিলেক্স হওয়ার জন্যও চাই এক কাপ ধোঁয়া ওঠানো চা। এক কথায়, চা ছাড়া একটি দিন চিন্তা করা কঠিন।

চা তৈরি করার পর অনেকেই পাত্রে জমে থাকা চা পাতা কিংবা টি-ব্যাগ ফেলে দেন ডাস্টবিনে। এই ভেবে যে এটি আর কোনো কাজে আসবে না। অবশ্য অনেকেই এ চা কাজে লাগান গাছের সার হিসেবে। তবে সেই চা পাতা হতে হবে চিনি ছাড়া। না হলে গাছ নষ্ট হয়ে যাবে। তবে সার ছাড়া আরও অনেক কাজে লাগে এ চা পাতা। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী- > চায়ের পাতায় রয়েছে অ্যান্টি ওক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিলে উপশম হবে।

>> সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভালো করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। দেখবেন চোখের ক্লান্তি দূর হবে।

>> ব্রণের সমস্যায় ভুগছেন? ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি তুলা ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিন দিন করুন। দেখবেন সমস্যা দূর হবে।

> বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

জুতায় দুর্গন্ধ হচ্ছে? গ্রিন টির পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতার ভেতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতার দুর্গন্ধ দূর হয়ে গেছে। ফ্রিজের ভেতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে।

 

গৌরীপুর নিউজ/শ্রাবণ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com