ময়মনসিংহবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২

রমজানে প্রাথমিকে ক্লাস সাড়ে ৯টা থেকে ৩টা

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পুরোদমে ক্লাস চলছে। আসন্ন রমজানের ২০ তারিখ পর্যন্ত ক্লাস চলবে। তবে রমজানে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা অফিস আদেশ বলা হয়েছে, রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত। মাঝখানে ৩০ মিনিট নামাজ পড়ার বিরতি থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, অধিদফতরের পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময়সূচি নির্ধারণ করবেন। সে অনুযায়ী ক্লাস চলবে। তবে প্রধান শিক্ষকদের প্রস্তুত করা রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে জানাতে হবে।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো।

এর আগে গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেন।

 

গৌরীপুর নিউজ/শ্রাবণ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com